ব্লাড ফর নারায়ণগঞ্জ এর ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা

মিমরাজ হোসেন রাহুলঃ
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার জন্যে লড়াই করা বাংলার সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ব্লাড ফর নারায়ণগঞ্জ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।
রক্তের বিনিময়ে অর্জিত যে দেশ, সে দেশে রক্তের সংকট দূর করার লক্ষে কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠনটি।

সোনারগাঁ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ব্লাড ফর নারায়ণগঞ্জ এর উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ সায়েম, সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারন সম্পাদক মোঃ অমিত হাসান মিরাজ সহ সংগঠনের প্রতিটি সদস্য।

পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান সংগঠনটি।

১৯৫২ সালের এই দিনটিতে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করেছিল। ছাত্ররা সেই ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সেই মিছিলে গুলিবর্ষণ করা হয়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। শহীদের স্মরণেই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের সামনে এসে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় মিনারের চারপাশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!