মোঃআবু হানিফ(হীরা)ঃঃ-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর গ্রামের মোঃ ইনু মেকারের ছেলে মোঃ রাজু আহাম্মেদ মধু, একই গ্রামের (মৃত মোঃ বেল্লাল হোসেনের মেয়ে) আন্নিস আলীর নাতনী বিথী আক্তার তাদের মধ্যে অপ্রাপ্ত বয়সে অবৈধ প্রেম রয়েছে বলে জানা যায়। দুজনের মধ্যে বংশগতভাবে চাচা ভাতিজির সম্পর্ক থাকলেও লোকচক্ষু এড়িয়ে তারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক করে আসছিলো। ইতিমধ্যে বৃহস্পতিবার ভোর সকালে জনসমক্ষে উঠে আসে। প্রেমিক চাচা মোঃ রাজু আহাম্মেদ (মধু) পার্শ্ববর্তী গ্রামের সিন্দুক চালা নামক এলাকায় নানির বাড়ি বসবাস করে।বৃহস্পতিবার ভোরে মধু মিয়ার নানী ও এলাকাবাসী দেখেন ভাতিজি বিথী আক্তার তার বংশগত সম্পর্কে চাচা রাজু আহাম্মেদ মধুর ঘরে বিদ্যমান রয়েছে। ঘটনা দেখে বলাবলি হলে উক্ত ঘটনাস্থলে এলাকার মেম্বার লোকমান হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়। এ সময় এলাকার আনতাজ আলি আন্তু মাতাব্বর তিনি "সকাল বিডি২৪ ডটকম" কে জানান, ঘটনার এক সপ্তাহ আগে চাচা ভাতিজি দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পারিবারিক সহযোগিতা নিয়ে তিনি তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে বের করতে সক্ষম হন। বিষয়টিকে পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করিলে চাচা ভাতিজির সম্পর্ক ও দুজনই অপ্রাপ্তবয়স্ক বিদ্যমান থাকায় এদের বৈবাহিক অবস্থা থেকে বিরত রাখা হয়। অতঃপর এই ঘটনার ক্ষোভে মোঃ মধু, আনতাজ আলী আন্তুর ছেলে আসিফ হোসেনের মোবাইলফোনে হুমকিস্বরূপ বার্তা প্রেরণ করে বলে জানান তিনি। উপস্থিত মেম্বার লোকমান হোসেনের বক্তব্যে উঠে এসেছে: দেশে করোনা ভাইরাসের সচেতনতাকে প্রাধান্য দিয়ে জনসমাগম এড়িয়ে ঘটনার পারিবারিকভাবে সমাধান করতে বলেন। এবং মধু মিয়া ও বিথী আক্তার কে তাদের অভিভাবকের হাতে তুলে দিয়ে ঘটনাস্থল কে জনশূন্য রাখার অনুরোধ জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার