কালিয়াকৈর (গাজীপুর) থেকে: মোঃশাকিব হোসেন
কেন্দ্রীয় নির্দেশে মহামারী করোনা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকারের তত্ত্বাবধানে গত ২৬ এবং২৭ শে মার্চ জনসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, লিফলেট বিতরণ করা হয় এবং সেই সাথে নভেল করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে করোনা ভাইরাস মোকাবেলার সামগ্রী বিতরণ করা হয় শিক্ষার্থী, দিনমজুর রিকশাচালক, মসজিদের ইমাম ও মুসল্লি এবং সাধারন মানুষের মাঝে। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ সভাপতি,
রুবেল সরকার বলেন,
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হোন
নিজে বাচুঁন, পরিবার ও জাতিকে বাচাঁন”
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে
উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গাজীপুর ১আসনের মাননীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড আ ক ম মোজাম্মেল হক ও সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক বিতরণ ও্ জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।