আশরাফুল সিকদার:
গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষক সম্মাননা, তারুণ্যের অর্জন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবার ১৪ মার্চ বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৭নং বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলবাড়ীয়া ফাউন্ডেশন এর উদ্দোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্মাননা অনুষ্ঠানে সাইফুল ইসলাম ও আজহারুল ইসলাম সরকার (লিখন)এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।অনুষ্ঠানে সভাপতিত্ত করেন বীর মুক্তিযোদ্ধা ও ফুলবাড়ীয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ বাদল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ । বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ উপ-কমিটির সদস্য রাজিব আহমেদ রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি এড.শাহ আলম সরকার, ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক শামীম উজ্জামান সরকার, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মাহবুবুল আলম বাবুল। অনুষ্ঠানে এলাকার সর্বসাধারণের উপস্থিতিতে যে সকল শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয় - আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খগেন্দ্রলাল অধিকারী, তামিরুল জামাহ দাখিল মাদ্রাসার শিক্ষক আলফাজ আলী খান, কম্বলপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনতাজ আলী মাতব্বর, বাসাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঃসাত্তার মাষ্টার, এম.এম.পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস.এম.এ মান্নান, ফুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নুল আবেদীন, বহেরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ মাষ্টার, বাগচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলহাস উদ্দিন। তরুণদের ও তারুণ্যের অর্জন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন - ডাঃ সেলিম রেজা প্রতিষ্ঠাতা পরিচালক উকামাতু মেডিকেল সেন্টার, হাবিবুর রহমান প্রভাষক গাজীপুর সরকারি মহিলা কলেজ, এস.এম সফিক আহমেদ সম্রাট ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী, আবুল কালাম পিপিএম ইন্সিপেক্টর তদন্ত সাটুরিয়া থানা মানিকগঞ্জ, ফারুক হোসেন ফুটবল কোচ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এর পর অদম্য মেধাবী বৃওি প্রাপ্ত তিন জন কে সম্মাননা প্রদান করা হয়।তারা হলেন - শাকিল মিয়া বিএসসি ইন ফার্মেসী (এম.বি.এস.টি ইউ), রহমত আলী ফলিত গণীত ঢাকা বিশ্ববিদ্যালয়, সানিয়া আক্তার অষ্টম শ্রেণীর ছাত্রী জনতা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে মিডিয়া পাটনার ছিলেন দৈনিক আমার সময়। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে একরামুল হাসান শাকিলের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মাহবুব মিনেল স্টাফ রিপোটার দৈনিক আমার সময় ও কে.বি. রানা,
কার্যকরি পরিষদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম লিখন সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ অর্থ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার