ধামরাইয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ মামুন রেজা :

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ধামরাইয়ের কালামপুর ও কাওয়ালীপাড়া বাজারে ৮ জন অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ধামরাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৮ জন ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!