সোনারগাঁ প্রতিনিধিঃ
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও পরে এক র্যালী বের করা হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ নেতা সুলতান আহমেদ মোল্লা, সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ উর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হক হাবিব, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
আলোচনা শেষে এক র্যালী বের করা হয়। র্যালীতে অতিথিবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন । র্যালীটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
এসময় বক্তারা, বয়স ১৮ হলেই ভোটার হওয়ার জন্য সঠিত তথ্য প্রদাণ করে নিভূল ভোটার প্রনয়ণে সহয়তা করার আহ্বান জানান।