কেএনজিসি প্রতিনিধি:
তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার অন্যতম উপকরণ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে কবি নজরুল সরকারি কলেজের রসায়ন বিভাগ।
সোমবার (২৩ মার্চ) কলেজের রসায়ন বিভাগের পরীক্ষাগারে নিজস্ব অর্থায়নে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদ ও প্রভাষক সেলিম আল মামুনের নেতৃত্ব রসায়ন বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়।
এ ব্যাপারে রসায়ন বিভাগের প্রধান মাহমুদ বলেন, ‘বাজারের হ্যান্ড স্যানিটাইজারের চড়া মূল্য থাকায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি। আর্থিক এবং উৎপাদন স্বল্পতার কারণে প্রাথমিকভাবে আমরা এগুলো কলেজর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের, আশপাশের গরিব জনগণের মাঝে সরবরাহ করব। তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেলে আমরা আরও বেশি পরিমাণ প্রস্তুত করে সাধারণ জনগণের মাঝে বিতরণ করব।’
সকালে স্যানিটাইজার বোতলজাত করে কলেজের কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আশেপাশের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
এ সময় তিনি বলেন, ‘এটা আমাদের কলেজের জন্য বড় একটা অর্জন। আমি পুরো টিমকে ধন্যবাদ জানাই।’