সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম কে নিয়ে সাইফুল ইসলাম সাইফ নামের এক সেচ্ছাসেবীর আবেগঘন স্ট্যাটাস তার ফেসবুক ওয়ালে দিয়েছে। তাহা তুলে ধরা হলে-
আমাদের লিডার
-----------------------
ত্যাগ ও ভালোবাসা যে মানুষকে কত অনন্য উচ্চতায় নিয়ে যেতে তার জ্বলন্ত উদাহরণ আমাদের সোনারগাঁও উপজেলার ইউএনও জনাব সাইদুল ইসলাম স্যার,
হ্যাঁ উনি শুধু একজন ইউএনও' ই না উনি আমাদের অবিভাবক, আমাদের লিডার!
সেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অনেক আগের,
তবে জাতীয় এমন দুর্যোগে
কাজ করার অবিজ্ঞতা কখনোই হয়ে উঠে নাই, কাজটা অতটা সহজ ও হত না যদি না এই মহা দুর্যোগে এই মানুষটা আমাদের মাথার উপর হাত রেখে আমাদের ভরসা ও নির্দেশনা না দিতেন,
প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়েও মানুষটা দিনের পর রাতেও খোজ নিচ্ছেন আমাদের,
কতটা ভালবাসেন এই মানুষটা আমাদের সোনারগাঁওয়ের মানুষদের তা উনার খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হচ্ছে
কি কর্মদক্ষ দুর্দান্ত একজন মানুষ,
স্যার যখন ছুটে যান সাধারণ মানুষের দ্বারপ্রান্তে তখন ভরসা পাই খুব, হ্যাঁ আমরা পারবো এই সংকটকালীন সময়টা খুব দ্রুতই পার করে যেতে।
উনার ভালোবাসা আমাদের কাজের স্পৃহা জাগায় শতগুণ।
উনি আছেন বলেই
আমাদের সেচ্ছাসেবী গুলো যাদের আমরা পাগল বলে থাকি তারাও দিনকে রাত, রাতকে দিন করে দৌড়ে যাচ্ছে মানুষের কল্যাণে
এই পাগল গুলো ২৭ তারিখ সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত নিরলস ভাবে উপজেলার সেচ্ছাসেবী হিসেবে খাবার প্যাকিং করার পর, সন্ধায় ইফতারি করার পরই ছুটে গেছেন ৪ জন মুমূর্ষু রুগীকে রক্তদানে ভিন্ন ভিন্ন হসপিটালে।
বাসায় ফিরেছেন রাত তখন ১২:০৫ । বাসায় এসে রাতের খাবার খেতে বসেই সম্মুখীন হতে হয়েছে আবারো কোন মৃত্যূ পথযাত্রী রোগীর আর্তচিৎকারে। সময় তখন ০২:১৫। নিজের ইফতার, রাতের খাবার আর সেহেরী খাবার কথা ভূলেই ছুটে গেছেন মৃত্যূ পথ যাত্রি রোগীকে বাচাতে ডোনার নিয়ে রক্ত দানে।
সেচ্ছাসেবীদের এ দৃঢ় মনোবলের প্রতিনিয়তই যোগান দিয়ে যাচ্ছেন যিনি তাকে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই, তবে আপনি যতদিন আমাদের মাথার উপরে আছেন
এরচেয়ে অনেক দূর্গম পথ আমরা পাড়ি দিতে পারবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার