করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে সোনারগাঁয়ের সকল শিক্ষার্থীদের প্রতি এমপি খোকার আহ্বান।
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা করোনা প্রতিরোধে সোনারগাঁয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মোঃ মাসুম এর ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, সোনারগাঁয়ের মানুষের নিবেদিত প্রাণ, শিক্ষার্থীদের মামা খ্যাত জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি তাঁর ভাগীনা-ভাগনীদের উদ্দেশ্য যে আবদার জানিয়েছেন তা তুলে ধরা হলো,,
করোনা ভাইরাস প্রতিরোধে সোনারগাঁয়ের সকল ছাত্র-ছাত্রী / ভাগীনা-ভাগনীদের কাছে এমপি খোকা মামার আবদার ।
মানবতার অগ্রদূত! গরীবের নিবেদিত প্রাণ
সোনারগাঁবাসীর স্বপ্নদ্রষ্টা- সকল স্কুল / কলেজ/ মাদ্রাসা/ বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা যাকে আপন মামার স্থানে বসিয়ে তাদের সকল আবদার এবং ভালোবাসার যায়গাটি দখল করে আছেন---
নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
আজ তার সকল ভাগীনা-ভাগনীদের কাছে তিনি অত্যন্ত বিনয়ের সাথে আবদার করেছেন---- তোমরা তোমাদের পরিবারকে দয়াকরে সচেতন করার দায়িত্ব নাও। করোনা সম্পর্কিত সকল তথ্য - উপসর্গ এবং করনীয় সম্পর্কে সময়োপযোগী সকল প্রকার সচেতনার সাথে এই মহামারি থেকে তোমরা তোমাদের পরিবারকে রক্ষা করো। বাবা মা কে বুঝাও লকডাউন মেনে বাসা থেকে বের না হতে । সরকারের নির্দেশনা মেনে চলতে। কারণ তোমার বাবা মা সুস্থ থাকলে তোমাদের পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে।
এটা তোমাদের কাছে তোমাদের মামার একমাত্র চাওয়া।
মনে রাখবা - তোমরা শিক্ষীত সমাজ/ আগামীদিনের ভবিষ্যৎ।।
তোমরা সকলেই নিজ নিজ ঘরে থেকে এ যুদ্ধের ময়দা্নে নিজেকে এবং পরিবারকে রক্ষা করো --
আর বেশিকরে আল্লার কাছে প্রার্থনা করো - আল্লাহ যেনো এই করোনাকে পৃথিবী থেকে চিরতরে উঠিয়ে নেয়।