ইমন ভূইয়া: ১৭ই এপ্রিল শনিবার অবধি গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনভাইরাস আক্রান্ত আরও ১৫ জন এর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৫ জনে পৌঁছেছে। এছাড়াও, গত ২৪ ঘন্টায় ২১৯০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করে আরও ২৬৬ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ্য হয়েছে ৯ জন। মোট সুস্থ্য ৫৮ জন। সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৮৩৮ জন এ পৌঁছেছে।
আজ আইইডিসিয়ার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
গতকাল ১৬ ই এপ্রিল বৃহস্পতিবার, নতুন ৩৪১ জন আক্রান্ত ব্যাক্তি শনাক্ত করা হয় এবং ১০ জন এর মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনভাইরাস থেকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১৪৭০৫১ জন এ পৌঁছেছে।
ওয়ার্ল্ডোমিটারের মতে বিশ্বজুড়ে সর্বমোট ২১৯০৭২৬ জন ব্যক্তি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১৪৮৯৯৪৪ জন চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে বর্তমানে ৫৬৬০১ জন এর গুরুতর অবস্থার সাথে চিকিৎসা চলছে। এবং এখন পর্যন্ত ৫৫৩৭৩১ জন সম্পূর্ণভাবে সুস্থ্য হয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার