আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ের করোনার কারণে কর্মহীন হয়ে পড়াদের খাদ্য সহায়তা দিচ্ছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে দিনমজুর, অসহায়, দুস্থ ও কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া আরও খাদ্য সহায়তা দিতে গফরগাঁও পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে প্যাকেটিং কাজ চলছে।
খাদ্য সামগ্রীর প্যাকেটিংয়ের কাজে নিয়োজিত রয়েছেন উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়াও পৃথকভাবে মেয়র এসএম ইকবাল হোসেন সুমনের উদ্যোগে পৌর এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল ও ছোলা।
উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল জানান, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে যেসব ব্যক্তি করোনা দুর্যোগকালীন সহযোগিতা পাওয়ার যোগ্য দলমত নির্বিশেষে আমরা সে সব ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেছি। তাদের প্রতিটি পরিবারকে মাঝে ১০ কেজি চাল, ডাল ও ছোলা বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। গফরগাঁও উপজেলার একজন মানুষকেও যাতে খাবারে কষ্ট না করতে হয় সে জন্য ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার