সুজন মাহমুদ, গৌরীপুর:-
অদৃশ্য নোভেল করোনা ভাইরাসের আতংকে শ্রমিকেরা যখন ঘরে, তখন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি হিসেবে কৃষকের মুখে হাসি ফুটাতে ধান কেটে দিলেন জেলাছাত্রলীগ নেতা সুজন মাহমুদ ও তার জেলা ছাত্রলীগের সেচ্ছাসেবক টিম। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ জেলার পৌরীপুর উপজেলার ০৯নং ভাংনামারী ইউনিয়নের এক দারিদ্র কৃষকের ৫০ শতক জমির পাকা ধান কেটে প্রায় ১ কি:মি: দূরে বাড়িতে পৌছে দেন সে ও তার টিম।
এর আগেও সে কয়েক দফায় সাবান – পানির ব্যবস্থ্যা, ও জীবানু নাশক স্প্রে করা সহ বিভিন্ন সামাজিক জনসচেতনতা মূলক কাজ করেছেন।
সুজন বলেন”বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও মসিক মেয়র জনাব, মো: ইকরামুল হক টিটু ভায়ের নির্দেশনাই এক অসহায় দারিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। মাঠে ধান থাকা পর্যন্ত আমরা এই সেচ্ছা শ্রম চালিয়ে যাবো।”
দারিদ্র কৃষক আঃ আজিজ বলেন, “দেশের এই দুঃসময়ে ছাত্রলীগ যে কাজ করছে তা কৃষকদের জন্য খুব উপকারী ও আনন্দের বিষয়।