মিমরাজ হোসেন রাহুলঃ
কেভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুল রহমান সাইদ এর নেত্রীত্রে সোনারগাঁ উপজেলা ভিত্তিক একটি হটলাইন এর মাধ্যমে সেচ্ছাসেবীদের নিয়ে একটি টিম গঠন করেন। হটলাইনের মাধ্যমে সাধারন জনগনের সেবা দেয়াই টিমটির মূল লক্ষ। আর টিমের দায়িত্ব বিভক্ত করা হয় প্রতিটি ইউনিয়নের টিম গঠন করার মধ্য দিয়ে। তদ্রুপ বৈদ্যার বাজার ইউনিয়ন এ ও সেচ্ছাসেবক টিম গঠন হয়। টিম লিডার এবং টিম মেম্বারদের কার্যক্রম এবং তাদের আন্তরিকতা দেখে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ এম এ রউফ নিজ উদ্যোগে টিমের সকল সদস্য এবং উপজেলা নির্বাহি অফিসারকে রোজ শুক্রবার ১৭ই এপ্রিল সর্বমোট ২০ টি পি পি ই, সর্জিকালি মার্কস্, ও হেন্ড গ্লাবস উপহার দেন এবং নিরঅলশ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সময়ে তিনি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন গরিবের সুপারম্যান খ্যাত জাতীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা নারয়নগন্জ-৩ এবং মাদার অফ হিউম্যনিটি খ্যাতো প্রধান মন্ত্রী শেখ হাসিনা মহোদয় কে। ডাঃ আঃ রউফ চেয়ারম্যান বলেন জাতির এই ক্রান্তিলগ্নে জননেত্রী যেই হারে ত্রান দিয়ে যাচ্ছেন এবং এমপি মহোদয় সেই ত্রান এর সঠিক ভাবে নিজে তদাকরি এবং অক্লান্ত পরিশ্রম করে প্রতি ইউনিয়নের প্রাপ্ত অনুযায়ী সমহারে বন্টন করে যাচ্ছেন। তা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। এইখানেই শেষ নয় আবার নিজেই ছুটে যাচ্ছেন কর্ম হারা ঘরে বসা মানুষের ধারে ধারে,এমন কোন রাত নেই যে এম পি মহোদয় খাবার নিয়ে গ্রাম পাড়া মহল্লায় যান নি এবং সবচেয়ে আশচার্য এর বিষয় হলো এম পি মহোদয় একটি হট লাইন টিম তৈরি করে দিয়েছেন, আপনার ঘরে খাবার নেই? কোন চিন্তা ও নেই শুধু মাত্র একটি ফোন পরিচয় গোপন রেখে আপনার বাসায় পৌছে যাবে খাবার।এ যেনো নেতা এবং জনতার এক ভালোবাসার বন্ধন। এ যেনো আলাদীন এর চেরাগ।এমন নেতার জনতা হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করছি। পরিশেষে তিনি প্রধান মন্ত্রী, জাতিয় সাংসদ,ইউ এন ও এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবী যুবকদের অক্লান্ত পরিশ্রম এর জন্য রিদয় নিগ্রানো ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়েছেন।তিনি ইউনিয়ন বাশির উদ্দেশ্যে বলেন দয়াকরে ঘরে থাকুন
ভালো থাকুন,ইনশাআল্লাহ্ আমাদের এম পি ও ইউএনও মহোদয় থাকতে একটি মানুষও না খেয়ে মরবে না।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার