ট্রাভেল রিপোর্টার:
মমিনুল ইসলাম:
আগামীকাল রোজ সোমবার ১৩/০৪/২০ইং তারিখ সকাল দশটা থেকেই নারায়ণগঞ্জ এর দুই স্থানে শুরু হবে করোনা টেস্ট।
আজ ১২/০৪/২০ইং তারিখ সন্ধ্যে ছয়টা নাগাদ ছেলে অয়ন ওসমানের ফেসবুক পেজে ভিডিও প্রকাশের মাধ্যমে এখবর জানান নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামিম ওসমান।
তার ভিডিও প্রকাশিত তথ্যের মাধ্যমে জানা যায় যে, নারায়ণগঞ্জে করোনার উপদ্রব দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানান নারায়ণগঞ্জে করোনা টেস্টিং ল্যাব দেওয়ার জন্য যাতে করে এই জেলার বাসিন্দাদের জেলার বাহিরে ঢাকায় যেতে না হয় চিকিৎসার জন্য।
মাননীয় প্রধান মন্ত্রী তার এই আবেদন মঞ্জুর করেছেন এবং আগামীকাল ১৩তারিখ থেকেই এ কার্যক্রম শুরু করার আহবান জানান।
তার দেয় তথ্য অনুযায়ী আরো জানা যায় যে, নারায়ণগঞ্জে দুইটি স্থানে ১. নারায়ণগঞ্জ হাই স্কুল এবং ২. সরকারী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজে এই করোনা টেস্টিং ল্যাব বসানো হয়েছে।
আর এই করোনা ব্লাড টেস্ট এর জন্য দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জে.কে.জি হেল্থ কেয়ার সেন্টার নামের প্রতিষ্ঠানকে। তারা সম্পূর্ণ ফ্রি তে এই টেস্ট করে দিবেন।
উক্ত প্রতিষ্ঠানের একটাই আবেদন তা হলো যারা নিজেদের অসুস্থ মনে করবে তারা শুধু একা যাবে। অযথা সেখানে গিয়ে বিভ্রান্তি তৈরি না করে তাদের প্রপার ট্রিটমেন্ট করার সুযোগ করে দেয়ার জন্য।
শমিম ওসমান নারায়ণগঞ্জ বাসীদের অনুরোধ করে বলেন-
নিজে ঘরে থাকুন,
নিজের পরিবারকে রক্ষা করুন,
নিজের প্রতিবেশিকে রক্ষা করুন,
এমন মৃত্যু ডেকে আনবেন না, যে মৃত্যুতে সন্তান তার মাকে স্পর্শ করতে পারবে না।
এমন মৃত্যু ডেকে আনবেন না, যে মৃত্যুতে বাবা তার ছেলের লাশ নিতে পারবে না।
সবশেষে তিনি নারায়ণগঞ্জ বাসীদের কাছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ার আবেদন জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার