নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রীতি করোনা ভাইরাসের প্রকোপে কাঁপছে সারা বিশ্ব।
ইতিমধ্যে বাংলাদেশেও এটি ক্রমশ সংক্রমণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের অন্যান্য জেলাসমূহের মধ্যে নারায়নগঞ্জকে ইতিমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এর পূর্বে।
তারই ধারাবাহিকতায় মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ ৮ এপ্রিল থেকে সম্পূর্ণ নারায়নগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর - আইএসপিআর।
৭ই এপ্রিল মঙ্গলবার আইএসপিআর-এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
এ লক ডাউনে শুধুমাত্র জরুরী পরিসেবা যেমন, খাদ্যদ্রব্য সরবরাহ ও চিকিৎসা ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে অসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী, ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার