ট্রাভেল রিপোর্টার, মমিনুল ইসলাম:
প্রশাসনিক ভাবে নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষনা করা হয় অনেক আগে থেকেই। প্রাথমিক কিছু সময় তা মানা হলেও এখন আর মানছে না নারায়ণগঞ্জের কেউ।
চাষাড়ার আশেপাশে বিভিন্ন গলির মাথায় প্রশাসনিক আইন অমান্য করেই চেয়ার টেবিল দিয়ে বসানো হয়েছে চা সিগারেটের দোকান আর সেখানে জোড়া হয়ে বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছে লকডাউন না মানা সাধারন জনগণ।
নেই তেমন কোনো আইনি ব্যবস্থা।
কিছু কিছু জায়গায় আইনি তৎপরতা থাকলেও কঠোরতা নেই কোথাও।
নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় নেই কারো মধ্যে প্রতিবন্ধকতা। তারা নিজেদের রুচি অনুযায়ী করছে চলাফেরা। সেখানে দেখতে পাওয়া যায়নি কোনো আইনি ব্যবস্থা। নেই কারো মাঝে কোনো সামাজিক দূরত্ব। সব থেকে বেশি বিশৃঙ্খলতা দেখা দিয়েছে ফতুল্লা ষ্টেশন এলাকা। তাদের উপস্থিতি দেখে মনে হয় তারা করোনার ভয়াবহতার কথা কেউ জানেন না।
এরুপ যদি চলতে থাকে তাহলে নারায়ণগঞ্জে নেমে আসবে কালো রাত।
করোনার থাবায় প্রান হারাতে হবে অগুনিত মানুষের।
অতিশীঘ্রই ব্যবস্থা নিতে হবে পুরো নারায়ণগঞ্জে। আইনি তৎপরতা নিশ্চিত করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর। তা না হলে থামানো যাবে না লোকসমাগম।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার