ট্রাভেল রিপোর্টার, মমিনুল ইসলাম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১০নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডেকিছু দিন যাবৎ দেখা যাচ্ছে এরুপ কর্মকাণ্ড।
বিকেল হলেই আর ঘরে থাকছেন না সাধারন জনগণ।
বিকেল হলেই বাচ্চা থেকে শুরু করে তরুণরা মাঠে মাঠে নেমে পড়ছে ঘুরি উড়ানোর জন্য। সামাজিক দূরত্বতা বজায় না রেখে হোম কোয়ারেন্টাইন না মেনেই তারা ঘুরি উড়াতে মেতে উঠেছে।
এলাকাজুড়ে পর্যাপ্ত সেচ্ছাসেবী থাকা সত্ত্বেও তারা মানছে না সেই সেচ্ছাসেবীদের নির্দেশ। সেচ্ছাসেবীরা অনুরোধ করলেও লোকজন তাদের কথা অমান্য করায় এখন আর কিছু বলছেন না তারা।
অপরদিকে এলাকার বিভিন্ন বয়সী মানুষ এলাকার অলিগলি থেকে বিভিন্ন স্থানে জমিয়ে বসেছে আড্ডার আসর। সেখানেও তারা মানছে না প্রশাসনিক আইন।
প্রশাসনিক লোকেরা টহল দিতে আসলে তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। প্রশাসনিক লোকজন চলে যাওয়ার পর আবার শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। তারা অমান্য করে চলছে করোনা সংকটকালীন নিষেধাজ্ঞা। এরুপ কার্যক্রমে করোনার ভয়াবহতা বেড়ে যেতে পারে দিনে দিনে। এজন্য প্রশাসনিক ভাবে আরও কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার