নাঈম, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
গাজীপুর-১ ও ৩ আসনের সাবেক সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলীর কন্যা (মহিলা আসন-১৪) গাজীপুরের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি’র পক্ষে গৃহবন্দী মানুষের ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল গোসিংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন বাচ্চু।গত রবিবার (১২ এপ্রিল) রাজাবাড়ী, প্রহলাদপুর ও গোসিংগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনশ’ গৃহবন্দী পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।রুমানা আলী টুসি এমপি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশের এই মুহূর্তে অনেক মানুষ না খেয়ে রয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এসকল হতদরিদ্র পরিবারকে আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে। ধাপে ধাপে আমি আরও খাদ্য সামগ্রী উপহার দিব, আমার এ কাজ অব্যাহত থাকবে।আমার পিতার ন্যায় আমিও সারাজীবন গাজীপুরের জনগনের পাশে থাকতে চাই।উপহার সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউপি সদস্য মোহাম্মদ আলী, আব্দুল কাদির ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন,ফাউগান বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দেবনাথ, ইকরা আদর্শ বিদ্যানিকেন এর প্রতিষ্ঠাতা পরিচালক রিপন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন, গোসিংগা ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন, উজ্জ্বল, প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার চয়ন সিকদার, সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন, ছাত্রনেতা হাসান আল মামুন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার