সোহাগ হোসেন, সাভার থেকে ॥ করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে এবার রাজধানীর সাভার উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে সাভার উপজেলার সাথে রাজধানী সহ পার্শবর্তী জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে সাভার উপজেলার সকল প্রবেশ পথে পুলিশ পাহাড়া বসানো হয়েছে।
সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানী সহ সাভারের আশপাশের উপজেলা ও জেলার লোকজন ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইসব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে তাঁদের মাধ্যমে সাভারের লোকজন ও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এ কারণে সাভার হয়ে রাজধানী সহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সহ সাভারের প্রবেশপথ গুলোতে পুলিশের পাহারা বসানো হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বলেন, করোনার বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এখন থেকে এ উপজেলার কোনো নাগরিক সাভারের বাইরে যেতে পারবে না। আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না। শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন লক ডাউনের বাইরে থাকবে।
তিনি আরও জানান, সোমবার পর্যন্ত সাভার থেকে করোনা সন্দেহে ৩১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে সেসব নমুনার সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। এখন থেকে এ উপজেলাকে লকডাউন না করা হলে ভবিষৎতে বিপদ বাড়তে পারে। আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রীজ, কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সকল ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্বেচ্ছাসেবক ভাইদের আদেশ ও অনুরোধ জানানো হয়েছে যোগ করেন তিনি।
সবাইকে এ আদেশ মেনে চলার আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার