মিমরাজ হোসেনঃ
এডভোকেট জহিরুল ইসলাম মোল্লার উদ্যোগে মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস লিমিটেডের মালিক বিশিষ্ট শিল্পপতি এবং সিআইপি অমল পোদ্দারের পক্ষ থেকে আজ সনমান্দীতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা জনিত কারণে লকডাউন বা অবরুদ্ধতার ফলে সৃষ্ট বিপর্যয়ের ফলে গ্রামের খেটে খাওয়া দরিদ্র ও শ্রমজীবী মানুষজন বর্তমানে গৃহবন্দী এবং নানাবিধ আর্থিক সংকটে নিপতিত। বৈশ্বিক মহামারি ও জাতীয় সংকটময় মুহুর্তে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে বিশিষ্ট শিল্পপতি ও সিআইপি অমল পোদ্দারের পক্ষ থেকে আজ সোনারগাঁয়ের সনমান্দী, মারবদী, দড়িকান্দী, পঞ্চমীঘাট ও নয়াপুরে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ ও ১টি সাবান ।
সনমান্দীতে ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সনমান্দী মুক্তিযোদ্ধা উপ-প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্প-ইন-চার্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার, সনমান্দী মধ্যপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট দলিল লিখক মাহবুব ইসলাম মোল্লা এবং ‘সুবর্ণ সংসদে’র অন্যতম সদস্য ও সনমান্দী বেবী কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন।
good work