সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের জনগণ লকডাউনে না
থেকে চলাফেরা ও আড্ডাবাজিতে মগ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা মোকাবেলা করতে সারাবিশ্ব যখন হিমশিম খাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে যখন মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে ঠিক তখনই আমরা যেন এই ভয়াবহ করোনাকে পাত্তা না দিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে হাটে-বাজারে, রাস্তা – ঘাটে,চায়ের দোকানে আড্ডাবাজি করছি।
করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন দিকনির্দেশনা দিলেও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, চায়ের দোকানে ও রাস্তা ঘাটে জনগণ একসাথে জমায়েত হয়ে আড্ডাবাজি ও চলাফরা করছে।
সকাল থেকে সন্ধ্যা মানুষজনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জামপুর ইউনিয়নের মিরেরটেক,তালতলা ও সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার সহ অন্যান্য ছোট বড় হাট বাজারগুলোতে।
করোনা নিয়ে জনগনের মধ্যে নেই কোনো সচেতনতা।
সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন দোকানপাট খোলা থাকে এবং চায়ের দোকান সহ রাস্তার মোড়ে মোড়ে চলে আড্ডাবাজি।
এমতাবস্থায় জনগণ যাতে সরকারি নির্দেশনা মান্য করে তাই প্রশাসনের সাহায্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহায়তা কামনা করছি।
অনতিবিলম্বে প্রশাসন যেন জনগণকে সরকারি নির্দেশনা পালন করতে বাধ্য করে তার আহ্বান জানাই।