সোনারগাঁয়ে স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাস প্রতিরোধে প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শনিবার সকালে উপজেলা হাসপাতালে কর্মরত মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্টস) বিতরণ করা হয়।সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও পিপিই বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা।
এ সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা বলেন, আমাদের দেশের সবারই উচিত নভেল করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে মেনে চলা।পাশাপাশি বিশেষ করে শারীরিক দূরত্ব বজায় রেখে চলা।
এসময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সজিব রায়হান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মহিউদ্দিন প্রধান, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ মতিন, মনিরল ইসলাম,স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম,মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।