সোনারগাঁয়ে হাজীআব্দুল মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে উপহার সামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের ফলে কর্মমুখী মানুষ যখন লকডাউনের জন্য তাদের কর্মস্থলে যেতে না পেড়ে অসহায় হয়ে পড়েছেন এবং তারা বিভিন্ন অভাব অনাটনে ভুগছেন, ঠিক তখনই দেশের ক্রান্তিলগ্নে প্রতিবারের ন্যায় এবারও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে হাজীঃ আব্দুল মান্নান ফাউন্ডেশন।
আজ ২৪ এপ্রিল, ২০২০, রোজ শুক্রবার হাজীঃ আব্দুল মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে গরীব - অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।
হাজীঃ আব্দুল মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইব্রাহিম ও ইসমাঈল হোসেন সৈকত এর নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নির্দেশনায় তারা মানুষের ঘরে ঘরে উপহার পৌঁছে দেন।
উপহার সামগ্রী বিতরণ ও সার্বিক সহোযোগিতায় ছিলেন জামপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজহিরুল ইসলাম ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ সাওন, হাজী আব্দুল মান্নান ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আবু- সাঈদ এবং জামপুর ইউনিয়ন এর অন্তর্গত ৮ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন।
হাজীঃ আব্দুল মান্নান ফাউন্ডেশনের সৌজন্যে উপহার সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মহিউদ্দিন জসিম, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি হাজীঃ আমির হোসেন প্রধান, জামপুর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মোঃ জব্বার, যুবলীগ নেতা আলী আক্কাস সহ আরো অনেকেই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার