আসজাত সারোওয়ার খান, সোনারগাঁ উপজেলা প্রতিনিধি:
সোনারগাঁ পৌরসভা ১নং ওয়ার্ডে সরকারিভাবে বিতরনের জন্য
আসা ত্রানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ১নং ওয়ার্ডের অধীনে থাকা মোট ৬ টি গ্রাম, এর মধ্যে কোনো এলাকাতেই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়নি সরকারি অনুদান থেকে।
অথচ সেচ্ছাসেবী হিসেবে কাজে নিয়োজিত সদস্যরা গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করতে গেলে তারা জানতে পারে ইতিমধ্যে কয়েকতরফা ভোটার আইডিকার্ডের ফটোকপি, ছবি ইত্যাদি সংগ্রহ করেছে কিন্তু বিনিময়ে কোনো প্রকার ত্রাণ তাদের কাছে পৌছে দেওয়া হয়নি। এই নিয়ে জনমনে ক্ষোভ।
সকলের মুখে একটিই প্রশ্ন স্হানীয় কাউন্সিলরের নিকট জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে দিতেই অতিষ্ঠ ত্রানের কোনো খোঁজ খবর নেই, ত্রানের নামে কেনো এতো হয়রানি?
এসময় সাধারণ মানুষ আরো বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ যারা চুরি করে নিজের খাদ্য ভান্ডারে জমা করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে যেন অতিসত্বর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার