নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি, মোহাম্মদ নাহিদ:
রোটারেক্ট ক্লাব নারায়ণগঞ্জ আপটাউন এর উদ্যোগে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের রামারবাগ এলাকাবাসির সহযোগীতায় রামারবাগ এলাকার দরিদ্র মানুষের মাঝে গত ২০ শে এপ্রিল সোমবার বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেরাজ স্কুল প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরন করেন রোটারেক্ট ক্লাব নারায়ণগঞ্জ আপটাউন এর প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহিম বাদশার তত্ত্বাবধানে ক্লাবের সদস্য বৃন্দরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না?
দিন মজুর, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা কাজে বের হতে পারছেন না। তাহলে খাবে কি তারা? আপনি কি জানেন তারা অনেক আগে থেকেই রোযা রাখা শুরু করেছে? তাই এলাকাবাসীর সহযোগিতায় রোটারেক্ট ক্লাব নারায়ণগঞ্জ আপটাউন এর এই মহোতি উদ্যোগ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিল শারমিন আক্তার প্রিয়া(রোটারেক্ট ক্লাব নারায়নগঞ্জ আপটাউন এর কমিউনিটি সার্ভিস ডিরেক্টর)। উদ্যোগে সহযোগী ছিলেন
মোঃ আব্দুর রাজ্জাক (স্থানীয় আওয়ামী লীগ নেতা)
মোঃ মিরাজ হোসেন ( পরিচালক, মিরাজ কোচিং)
মোঃ মোহন আহমেদ (পরিচালক, ই- কেয়ার কোচিং)
বিতরনের সময় ছবি তোলা হয় নাই কারন উপহার সামগ্রী তাদের বাড়ীতে পৌছে দিয়া হয়েছে এবং ত্রান শব্দটি স্কিপ করে উপহার সামগ্রী ব্যবহার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার