পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন মারব্দী সাহেবপাড়া যুবকল্যাণ সংঘ।
এক বিবৃতিতে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের এই পবিত্র দিনে মহান আল্লাহর কাছে উম্মাহর অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি, ইহলৌকিক ও পরকালীন কল্যাণ ও নাজাত কামনা করছি। দোয়া করছি, উম্মাহর প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। এবং সবাই দোয়া করবেন যেনো আল্লাহ এ মহামারি দূর করে দেয়। এবং সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার