মোঃ ফারুক শেখ, স্টাফ রিপোর্টার:
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাথিলা বন বিট এর আওতাধীন কোকিলা চালা গ্রামে সরকারি খাস জমির গাছ কেটে ১৫০ ফিট দৈর্গ, ৬০ ফিট প্রস্থের একটি মাছ চাষের পুকুর খনন করেছেন মৃত মোঃ খলিল উদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (হেলু) ব্যাপারি।
এছাড়াও সরেজমিনে দেখা যায় তিনি সরকারি খাস জমির প্লটের গাছ কর্তন করে কলার বাগান তৈরি করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ভোক্তভুগীরা জানিয়েছেন, ঘর দেয়ার জন্য মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি কয়েকজনের কাছ থেকে।
এবিষয়ে জাথিলা বন বিট কর্মকর্তা রফিকুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি "সকাল বিডি ২৪" কে জানান, পুকুর খনন এবং গাছ কর্তনের বিষয়টি আমার নলেজে নেই, তবে বিষয়টি তিনি পর্যালোচনা করবেন এবং ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।
কিন্তু এখনও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার