কালিয়াকৈরে জমি জবরদখলে বাঁধা দেয়ায় মা ও মেয়েকে মারপিট এবং শ্লিলতাহানি

 

 

বার্তা প্রধান:

 

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে ক্রয়কৃত জমি জবরদখলে বাঁধা দেয়ায় মা ও মেয়েকে মারপিট ও মেয়েকে শ্লিলতাহানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের উত্তরকাঞ্চনপুর গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার উত্তরকাঞ্চনপুর গ্রামের আসলামুল আলম ফিরোজের স্ত্রী চম্পা আক্তার উত্তরকাঞ্চনপুর মৌজায় ক্রয়সূত্রে ৬শতাংশ জমির মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে নিয়োজিত আছে। একই গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের পুত্র দানিসুর রহমান ওই জমি জবরদখলের জন্য  দীর্ঘদিন যাবৎ চম্পা ও তার পরিবারকে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছে। একপর্যায়ে চম্পার বাড়ির অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে  ওইদিন সকালে দানিসের নেতৃত্বে ৬/৭জনের একদল সন্ত্রাসী উক্ত জমিতে জোরপুর্বক ঘর নির্মাণ শুরু করে। এসময় চম্পা ও তার মা শেফালি আক্তার ঘর নির্মাণে বাধাঁ প্রদান করলে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে  দানিসের পুত্র শাকিল জমির মালিক চম্পাকে টানা-হেচরা ও শ্লিলতাহানি করে। এসময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে জবরদখলকারীরা মা-মেয়েকে হত্যাসহ যে কোন ধরনের ক্ষতিসাধন করবে বলে হুমকী প্রদান করে পালিয়ে যায়। এঘটনায় জমির মালিক চম্পা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন জানান, এ ঘটনায় জমির মালিক চম্পা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে আগুন  লাগানোর ঘটনায়  দানিসের নামে ওই একই গ্রামের বাসিন্দা আতিকুর রহমান কালিয়াকৈর থানায় পৃথকভাবে আরেকটি অভিযোগ করেছেন বলে থানা সূত্রে জানা যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!