আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা আক্তারকে (১৪) নির্যাতন করে হত্যার অভিযোগে বারহাট্টার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে সোমবার বিকেলে নিহত মারুফা আক্তারের মা আকলিমা আক্তারের দেয়া অভিযোগের প্রেক্ষিতে রাতেই চেয়ারম্যানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মোহনগঞ্জ থানা পুলিশ।
শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের বাড়ি বারহাট্টা উপজেলার সিংধা গ্রামে। মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর হাসপাতল রোডে নিজস্ব বাসায় তিনি বসবাস করেন। নিহত গৃহকর্মী মারুফা সিংধা গ্রামে চেয়ারম্যানের পাশের বাড়ির আলী আকবরের মেয়ে। সে চেয়ারম্যানের বাসায় দু'বছর ধরে কাজ করছিল।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গৃহকর্মী মারুফা মৃত্যুর মামলায় চেয়ারম্যানকে আটক করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার