ট্রাভেল রিপোর্টার:
মমিনুল ইসলামঃ
নারায়ণগঞ্জ শহরে শুধু শপিং মল গুলোতেই নয় সাধারন জনতাদের ভীড় নজর কাড়ছে বিভিন্ন ব্যাংক এবং বুথ গুলোতেও। অনিয়মের প্রতিযোগিতা যেনো লেগেই আছে অনবরত তাদের মাঝে।
প্রতিদিন সকাল থেকেই শুরু হয় ব্যাংকে আনাগোনা। কেউ মাসিক টাকা জমা দিতে কেউবা টাকা তুলতে। প্রয়োজনে ব্যাংকে আসা হলেও সাধারন জনগণ মানছে না কেউ কোনো নিয়মবিধি। দূরত্বতা বজায় না রেখেই ভীড় জমিয়ে তাদের প্রয়োজন মেটাচ্ছে নিত্যদিন। দিচ্ছে না কেউ কোনো সামাজিক বাধা। মেনে চলছে না কেউ কোনো আইনি নিষেধাজ্ঞা।
সময়ের সাথে সাথে লকডাউন অমান্য করে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক ভাবে নিয়ে নিচ্ছে দেশের সকল স্তরের জনগণ। একটি সময় নারায়ণগঞ্জকে রেড জোনে ঘোষনা করা হলেও এখন নেই কোনো তেমন তাৎপর্য। তার সাথে দিন দিন বেড়ে চলেছে করোনার প্রভাব। জনগণ কে কোনো ভাবেই যাচ্ছে না থামানো।
এভাবে চলতে থাকলে করোনা ভাইরাস থেকে রেহাই পাবে না কেউই। নেমে আসবে ভয়াবহ অন্ধকার। এই ভাইরাস থেকে বেচে থাকার একমাত্র অবলম্বন হলো সাবধানতা। যা সব কিছুকে উপেক্ষা করে এরিয়া যাচ্ছে সর্বস্তরের জনগণ। পরবর্তী ভয়াবহতা দেখা এখন মাত্র সময়ের পালা।