আজ সন্ধ্যায় কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে কাঁচপুরের চেংগাইন এ এক বেঁদে পল্লীতে হঠাৎ হাজির হয় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।
সেখানে পৌঁছে তিনি বেদে পল্লীর সরদারকে ডেকে কথা বলেন এবং পুরো বেদে পল্লী ঘুরে বেদে'দের জীবন আচরণ সম্পর্কে ধারণা নেন। বেদেদের শিশুদের পড়ালেখা ও চিকিৎসা সেবার ব্যবস্থা সম্পর্কে জানতে চান।
সাপুড়ে বেদেগন ইউএনওকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেন। তিনি সেখানে বেশ কিছুখন সময় অতিবাহিত করেন এবং ২৫ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা,সাবান,মাস্ক ইত্যাদি প্রদান করেন।
বেদে সরদার দ্বীন ইসলাম জানান "সাহেব আমাদের খবর নিয়েছেন, খাবার দিয়েছেন আমরা খুব খুশি"
উপজেলা নির্বাহী অফিসার বলেন অনগ্রসর এইসব গোষ্ঠীর সহায়তা প্রদান ও জীবনমান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার