মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি, ইমরান:
রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত এবং সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মী গুরুতর আহত হয়েছে।
মহেশপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সাহেবদাঁড়ি মোড়ে খালিশপুর থেকে মহেশপুরগামী ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আজমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আলামপুর গ্রামের নিয়ত আলীর ছেলে লুৎফর রহমান(৪৫)ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা মহেশপুর সমাজসেবা অফিসের মাঠ কর্মী আব্দুল কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। লাশ পুলিশ উদ্ধার করেছে এবং ঢাকা-মেট্রো-ট-১৬-৪৪২২ নং ট্রাকটি আটক করেছে। বিষয়টি মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার