সংবাদদাতা: ১ মে শুক্রবার রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমাকে শিল্পকলা ঘাটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেন রাঙামাটি সদর জোনের টহল কমান্ডার ক্যাপ্টেন রেজাউল করিম। দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাস করলে ম্যারাডোনা চাকমা বলেন, তিনি তার প্রসূতি স্ত্রীকে নৌকাযোগে নিয়ে এসেছেন কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য কোন গাড়ী পাচ্ছেন না। তাৎক্ষনিক টহল কমান্ডার এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাসদস্য ও পুলিশ সদস্যগণ উক্ত প্রসুতি মহিলাকে নৌকা থেকে তুলে এনে সেনা সদস্যদের নিজস্ব টহল গাড়ী খালি করে উক্ত গাড়ীতে করে তাকে রাঙামাটি সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করে দেন। মহিলার নাম জানা সম্ভব হয়নি। এতে খুশি হয়ে ম্যারাডোনা চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী না সহায়তা করলে হয়তো আজ আমার প্রসূতি স্ত্রীর চিকিৎসা করাতে পারতামনা। এর জন্য সে সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান। পার্বত্য চট্টগ্রামে দূর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্য শিক্ষা চিকিৎসায় ব্যপক অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।