রাজবাড়ী প্রতিনিধি ঃ ব্যক্তি উদ্যোগে রাজবাড়ীর পাংশা পৌর শহরে মশক নিধন অভিযান শুরু করেছে জেলা আওয়ামীগ নেতা মো. আশিক মাহমুদ মিতুল। ব্যক্তিগত উদ্যোগে দুটি ফগার মেশিন ও ছয়টি জীবানু নাশক স্প্রে মেশিনের মাধ্যমে শনিবার বিকেলে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আশিক মাহমুদ মিতুল রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের জৈষ্ঠ্য পুত্র ।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দীন পাতা, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসরাম মারুফ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, মনোয়ার হোসেন জনি প্রমুখ ।
উদ্বোধনের সময় আওয়ামী লীগ আশিক মাহমুদ মিতুল বলেন, পাংশা শহরে বেশ কিছু দিন ধরে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা রোধকল্পে আমার পিতা মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করলে দ্রæত সময়ের মধ্যে সেই কাজটি আজ থেকেই শুরু হলো ।
তিনি আরো বলেন পর্যায়ক্রমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনিটি উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।.
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার