মোঃ শাকিব হোসেন,
থানা প্রতিনিধি কালিয়াকৈর ঃ
গাজীপুর এর কালিয়াকৈরে সরকারি খাস জমির অবৈধ ভাবে জবর দখল, পুকুর খনন এবং এবং গাছ কর্তনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ ফারুক হোসেন এর বিরুদ্ধে অবৈধভাবে ফরেস্ট্রি মামলা দেয়ার হুমকি দেন মৃত মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (হেলু) ব্যাপারি।
এ বিষয়ে সাংবাদিক মোঃ ফারুক শেখ বলেন, মোঃ খবির উদ্দিনের ছেলে মোঃ হেলাল উদ্দিন (হেলু) বেপারী সরকারি জমি জবর দখল করে অবৈধভাবে পুকুর খনন করেছেন এবং সরকারি খাস জমির গাছ কর্তন করেছেন। তার অপকর্মের বিরুদ্ধে গত ০১ লা মে শুক্রবার সংবাদ প্রকাশ করা হলে তিনি আমাকে অবৈধভাবে স্থানীয় বিট অফিসারের সহায়তায় ফরেস্ট্রি মামলা দেওয়ার হুমকি দেন।
এছাড়াও সরেজমিনে দেখা যায়, সরকারি খাস জমির প্লটের গাছ কর্তন করে কলার বাগান এবং বেগুন চাষ করেছেন হেলু বেপারি এবং
সরকারি খাস জমির গাছ কেটে ১৫০ ফিট দৈর্গ, ৬০ ফিট প্রস্থের একটি মাছ চাষের পুকুর খনন করেছেন।
এবিষয়ে জাথালিয়া বন বিট কর্মকর্তা রফিকুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি “সকাল বিডি ২৪” কে জানান, পুকুর খনন এবং গাছ কর্তনের বিষয়টি আমার নলেজে নেই, তবে বিষয়টি তিনি পর্যালোচনা করবেন এবং ব্যাবস্থা নিবেন বলে জানান তিনি।
উক্ত ঘটনার পর্যবেক্ষণ করে দ্রুত মোঃ হেলাল উদ্দিন হেলুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য সকাল বিডি২৪ এর মাধ্যমে জাথালিয়া বন বিট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার