নিজস্ব প্রতিবেদক :
আজ ০৯ ই মে ২০২০ ইং তারিখ রোজ : শনিবার অনলাইন নিউজ পোর্টাল “নিউজ টাঙ্গাইলে” টাংগাইল মির্জাপুর বংশীনগর সূর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল হক সিকদারের বিরুদ্ধে “সখীপুরে অসম প্রেমের নামে জরিমানাকৃত টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে সংবাদটিতে তার দৃষ্টিগোচর হয়েছে ।
বাবুল হক সিকদার বলেন, আমাকে ঘিরে যা বলা হয়েছে তা আদৌ সত্য নহে ।
প্রেমের সূত্র ধরে সখিপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের প্রবাসী বাবুল কাজীর স্ত্রী এক কন্যা সন্তানের জননী রুকসানা বেগম (২৬) এর সাথে পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার দিঘিবাড়ি এলাকার প্রবাসী লুৎফর রহমানের ছেলে রুহান আহমেদ (১৬) পালিয়ে যায় ৪-৫ মাস আগে। বিষয়টি সমাধানের জন্য রুহানের দাদা সাবেক ইউপি সদস্য জামাল হোসেন সহ অন্য কারো কাছ থেকে কোন টাকা দাবি করি নাই।
রুকসানার মা আছিয়া বেগম সহ একটি কুচক্র মহল আমার সুনাম ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্ত করতে প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে, তথ্য-উপাত্ত ছাড়াই সংবাদটি পরিবেশন করেছেন।
আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি ।
প্রতিবাদকারী:-
বাবুল হক সিকদার,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
বংশীনগর সূর্য্য তরুণ উচ্চ বিদ্যালয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার