মোবাইল ফোন বিস্ফোরনে দগ্ধ কলেজ শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু।

মোবাইল ফোন বিস্ফোরনে দগ্ধ কলেজ শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ৭ জুন সোনারগাঁও পৌরসভার জয়রামপুর এলাকায় কানে মোবাইলের হেডফোন লাগিয়ে গান শুনার সময় হঠাৎ শর্টসাকিট হয়ে লাগা আগুনে দগ্ধ মা ছেলের মধ্যে আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় কিশোর অপূর্ব দাস মৃত্যু বরণ করেছে। সে সোনারগাঁ জিআর ইষ্টিটিউশন কলেজে একাদশ শ্রেনীতে পড়াশোনা করতো।

উপজেলার জয়রামপুর গ্রামের সোনারগাঁ উপজেলার অফিস সহকারী মিজানুর রহমানের ভাড়াটিয়া বানুরানী দাস (৪৫) ও তার কলেজ পড়ুয়া সন্তান অপূর্ব দাস (১৭) রবিবার সকালে মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোন কানে লাগিয়ে কথা বলার সময় বিদ্যুতায়িত হয়ে শরীরে আগুন লেগে মোবাইল বিস্ফোরনে আগুন লেগে যায়।

এমন ঘটনা দেখে মা বানুরানী সন্তানকে বাচাঁতে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করেন। এসময় আগুন পুড়ে মা-ছেলে মারাত্মকভাবে দ্গ্ধ হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে পাশের রুমের ভাড়াটিয়া খাদিজা আক্তার জানান, সকাল বেলা হঠাৎ করে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি তাদের ঘরে আগুন জ্বলছে। এ সময় ডাক চিৎকার দিলে আশপাশের সবাই এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!