ট্রাভেল রিপোর্টার,
মমিনুল ইসলামঃ
জনপ্রিয় ও সামাজিক অনলাইন নিউজ পোর্টাল "সকাল বিডি২৪ ডটকম" এর প্রকাশক মোঃ মিমরাজ হোসেন রাহুল এর করোনা টেস্ট রিপোর্ট ফলাফল পজেটিভ এসেছে।
তিনি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন মারবদি গ্রামের বাসিন্দা।
তিনি সাংবাদিকতার পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছেন।
এই করোনা মহামারীকালেও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমাজকল্যান মূলক বিভিন্ন কাজে সংযুক্ত ছিলেন। ধারণা করা যায় তিনি করোনাকালে বাহিরে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করা অবস্থায় কোনও করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নিজেও সংক্রমিত হয়েছেন।
তিনি শারীরিক ভাবে করোনা লক্ষণ অনুভব করলে গত ৩১-০৫-২০ইং তারিখে তার শারীরিক নমুনা পরিক্ষার জন্য সকল প্রকার প্রক্রিয়া সম্পন্ন করেন। পরবর্তীতে রোজ বুধবার ০৩-০৬-২০ইং তারিখে তার নমুনা পরিক্ষার ফলাফল পজিটিভ আসে।
"সকাল বিডি২৪ ডটকম" এর প্রকাশক মিমরাজ হোসেন তিনি দেশের সকল স্তরের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে "সকাল বিডি২৪" কে জানিয়েছেন, কাউকে অকারণে ঘরের বাহির না হতে। যারা চাকুরী, ব্যবসা ও বিভিন্ন জরুরী প্রয়োজনে বাহিরে বের হবেন তারা যেনো নিজের নিরাপত্তার কথা ভেবে সরকারি দিক নির্দেশনা অবলম্বন করে সামাজিক দূরত্ব বাজায় রেখে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস্, পিপিই, ব্যবহার করে ঘর থেকে বের হবার পরামর্শ দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার