নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামের সাংবাদিক ও স্বেচ্ছাসেবী মোঃ মিমরাজ হোসেন রাহুল করোনায় আক্রান্ত। করোনার লক্ষ্মণ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়া হলে ৩জুন বুধবার তার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয় তার করোনা পজিটিভ।
তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সোনারগাঁ উপজেলায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন।
মিমরাজ সনমান্দী জনকল্যাণ সংস্থার আইটি,
ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সহ সম্পাদক, সনমান্দী ইউনিয়ন কোভিড-১৯ উপজেলা সেচ্ছাসেবক ইউনিয়ন লিডার এবং বেশ কিছু অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছেন তিনি।
মিমরাজ নারায়ণগঞ্জ জেলার "জাতীয় দৈনিক একুশে সংবাদ" পত্রিকার বিশেষ প্রতিনিধি,
"সকাল বিডি২৪" এর প্রকাশক এবং
"বিবিসি প্রেস" এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
মিমরাজ হোসেন রাহুল এর সাথে কথা বললে তিনি জানান:
আমি স্বেচ্ছাসেবক হিসেবে ঈদ উপহার ও ত্রান সামগ্রী অসহায় মানুষের বাড়িতে বাড়িতে পৌছে দেয়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলাম।
তখন বিভিন্ন প্রান্তে আমাকে ছুটে বেড়াতে হয়েছে। সেখান থেকেই সক্রমন ঘটতে পারে বলে আমার ধারণা।
তবে সোনারগাঁয়ের উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম এবং আমার শুভাকাঙ্ক্ষী সহ সকলেই প্রতিনিয়ত আমাকে মনোবল শক্ত করার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
যাই হোক, আমি চাই সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদ থাকুক।
তিনি তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার