সোনারগাঁয়ে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাংচুর
নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁয়ে পূর্বশক্রতার জের ধরে সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের বাড়িতে হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় হামলাকারীদের বাধা দিলে নুর হোসেন কে পিটিয়ে মারাত্মক আহত করে বাড়িঘরে ভাংচুর করে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে লস্কর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের সাথে একই ইউনিয়নের আন্দারমানিক গ্রামের সন্ত্রাসী হযরত আলীর সাথে র্দীঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে হযরত আলীর নেতৃত্বে ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জেসজ্জিত হয়ে নুর হোসেনের বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিলে নুর হোসেনকে পিটিয়ে মারাত্মক আহত করে বাড়িঘর ভাংচুর করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হযরত আলী নামের এক সন্ত্রাসীকে আাটক করে গণধোলাই দেয়। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হযরত আলীকে উদ্ধার করে নিয়ে যায়।
প্যানেল চেয়ারম্যানের ছেলে সেলিম মিয়া জানান, আগেও আমার বাবার উপর তারা হামলা করেছে। এ ঘটনায় মামলা করা হবে । তাই হামলাকারীদের বিচারের দাবী জানান তিনি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, সন্ত্রাসীরা প্যানেল চেয়ারম্যানের বাড়িতে হামলা করছে এমন ঘটনা ৯৯৯ থেকে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার