স্বপ্নের কাচঁপুর অনলাইনে গ্রুপের ৫০০ তম রক্তদান
নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়নে একদল সেচ্ছাসেবক তরুণ দের সংগঠন "স্বপ্নের কাচঁপুর "। যার সূচনা হয় ২০১৭ সালের ২০ মার্চ।
সোনারগাঁয়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বপ্নের কাচঁপুর ।এদের একটি মহৎ কাজ হলো সেচ্ছায় রক্তদান।যখন সোনারগাঁয়ে কোনো প্রসূতি মা বা বোনের রক্তের প্রয়োজন হয় অথবা বিভিন্ন দূর্ঘটনায় আহতদের রক্তের প্রয়োজন হয়।তাদের সাথে যোগাযোগ করলে, তাঁরা যথাসাধ্য চেস্টা করে রক্তদান করতে।
২০১৭ সালের ২০ই মার্চ থেকে শুরু হওয়া "স্বপ্নের কাঁচপুর" ফেইসবুক গ্রুপের এডমিন মোঃ মাসুদ সাউদ ২৫ই মার্চ গ্রুপের হয়ে ১ম রক্তদান করে,৫০তম রক্তদান করেন স্বেচ্ছাসেবক রক্তযোদ্ধা রাকিব হাসান,১০০ তম রক্তদান এডমিন মোঃমাসুম সাউদ,১৫০তম রক্তদান করেন শুভাকাঙ্খী মোঃরোমান আহমেদ,২০০ তম রক্তদান করেন গ্রুপের উপদেষ্টা মোঃআল আমিন,২৫০ তম রক্তদান করে গ্রুপের শুভাকাঙ্ক্ষী মোঃমোস্তফা,৩০০ তম রক্তদান করেন গ্রুপের স্বেচ্ছাসেবক রক্তযোদ্ধা মোঃশামিম আহমেদ,৩৫০ তম রক্তদান করেন গ্রুপের অন্যতম সদস্য রক্তযোদ্ধা মোঃফয়সাল হাসান,৪০০ তম রক্তদান করেন গ্রুপের অন্যতম সদস্য ইয়াছিন হক অনিক,৪৫০ তম রক্তদান করেন রক্তযোদ্ধা আল-আমিন রাব্বি। আজ ২০২০ সালের ২৯ জুন স্বপ্নের কাচঁপুর গ্রুপের হয়ে ৫০০তম রক্তদান করেন রক্তযোদ্ধা সাকিব দেওয়ান।সংগঠনের এডমিন মাসুদ সাউদ বলেন,আমাদের গ্রুপের মূল লক্ষ হলো মানুষের
সেবা করা।রক্তদানের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো চেস্টা করছি।করোনাকালিন সময়ে বিনামূল্য কাঁচা বাজারের মাধ্যমে বিভিন্ন শাকসবজি মানুষের মাঝে বিতরণ করেছি।এ ছাড়া করোনার সময়ে জুন মাসে আমরা ১০০ ব্যাগ রক্তদান করছি।৫০০ পরিবারকে খাদ্য সহায়তা করেছি।আমরা সবসময় জনকল্যাণ কাজে যুক্ত থাকতে চাই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার