পরিবেশ বিপর্যয় থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।
ঠিক সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান স্বপন এর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মোঃ শাহাজালাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উপ-প্রচার সম্পাদক আবু কাউসার আহমেদ।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোমেন সরকার প্যানেল চেয়ারম্যান সনমান্দী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ হালিম সরকার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হাসান,সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু তথ্য-প্রযুক্তি লীগের সিনিঃ সহ সভাপতি শেখ নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মোমেন হাসান বাদশা, সহ সভাপতি মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব,প্রচার সম্পাদক মাসুম মোল্লা,বাবুল প্রমুখ।