স্টাফ রিপোর্টার:
ভূরুঙ্গামারীতে একই পরিবারের ২ নারী করোনায় আক্রান্ত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন করে একই পরিবারের ২ জন নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
রবিবার রাতে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ সনাক্ত নারীর বয়স ৩৫ বছর। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত। অপর নারী একই পরিবারের সদস্য ওই স্বাস্থ্যকর্মীর শাশুড়ী বয়স ৬৫ বছর। তাদের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের থানার পিছনে মহিলা মাদ্রাসা সংলগ্ন রোডে। গত ১ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম জানান, নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ওই ২ নারী হোম আইসোলোশনে আছেন। রাতেই তাদের বাড়ী আনুষ্ঠানিকভাবে লকডাউন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার