মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর টিএসসি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি।

স্টাফ রিপোর্টার:

মুজিব বর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে বিশ্ব পরিবেশ দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য রংপুর মহানগর ছাত্রলীগ “এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি -২০২০” এর ধারাবাহিকতায় রংপুর মহানগর ছাত্রলীগের আওতাধীন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে বিভিন্ন রকমের বনজ ভেষজ ও ফলজ চারা রোপণ করা হয়।

 

রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীন এর অনুপ্রেরণা এবং সম্পাদক শেখ আসিফ হোসেন এর নির্দেশনায় এবং সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক দুলাল হোসেন এর নেতৃত্বে অত্র কলেজ শাখা ছাত্রলীগের জুয়েল হক জনি, জিয়ন আহমেদ হৃদয়সহ অন্যান্য একনিষ্ঠ কর্মীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

 

 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর মোঃ আবদুল সালাম এবং অত্র কলেজ শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীগণ।

 

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীন এবং সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন  বলেন, ধারাবাহিক ভাবে রংপুর মহানগর আওতাধীন সকল ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!