সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
নিজস্ব সংবাদদাতা ॥ মুজিব বর্ষের আহবান’লাগাই গাছ বাড়াই বন’’ এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সোনারগাঁ থানার সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল হায়দার বাবু, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিঃসহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদুর রহমান আসাদ,সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাউসার, সাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব রুবেল পারভেজ বাপ্পী, সাদিপুর ইউনিয়ন ৩নং ওয়াডের যুবলীগ সভাপতি মিয়াজদ্দীন, আজিজ মাষ্টার, নুরুল ইসলাম প্রমূখ ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার