মানবতার কল্যাণে মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্যে সোনারগাঁওয়ের সনমান্দী ইউনিয়ন এর এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীর সংগঠন 'সনমান্দী সেবার প্রত্যয়' সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
আজ শনিবার বিকাল চার টাই সনমান্দী ইউনিয়নে মগবাজার এলাকায় বঙ্গবন্ধুর লাইব্রেরী হলে রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হাসানুজ্জামান কিরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
এ সময় প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন -সমাজে অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানবতা নেই। মানবতার কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দিতে সনমান্দী ইউনিয়ন এর এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি 'সনমান্দী সেবার প্রত্যয়' সামাজিক সংগঠনের সার্বিক সফলতা কামনার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃআজিজুর রহমান আজিজ।
অনুষ্ঠান উদ্ধোধন করেন সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন , মোঃনিয়ন সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু সাঈদ,সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগ,নারায়ণগঞ্জ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদকীয়া সানজিদা আক্তার শিমু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা।
অনুষ্ঠানে শেষে সনমান্দী ইউনিয়নে মগবাজার এলাকায় বঙ্গবন্ধুর লাইব্রেরী চতুর্পাশে বৃক্ষরোপণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার