নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের একদল তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত জনসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে,কমিটিতে সিরাউদ্দৌলা উজ্জল সভাপতি ও আশিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত ২৮ আগষ্ট শুক্রবার জনসেবা ফাউন্ডেশন এর সাধারন সভায় সকল সদস্যের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয় |
উল্লেখ্য গত ২১ আগষ্ট ২০২০ পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
কমিটির তালিকা-
১.সভাপতি - সিরাজউদ্দৌলা উজ্জল
২.সিনিওর সহ-সভাপতি - মোহন ভুইঞা
৩.সহ-সভাপতি - সাবরিনা মাহমুদ শোভা
৪.সহ-সভাপতি - মোঃ ফয়সাল
৫.সাধারন সম্পাদক - আশিকুর রহমান
৬.সিনিওর যুগ্ম সাধারন সম্পাদক - নাজমুন নাহার নিতু
৭.যুগ্ম সাধারন সম্পাদক - নাদিম ভুইঞা
৮.যুগ্ম সাধারন সম্পাদক - সোহান ভুইঞা
৯.সাংগঠনিক সম্পাদক (উত্তর) - রাকিবুল হাসান
১০.সাংগঠনিক সম্পাদক(দক্ষিন) - রিফাত হাসান
১১.সাংগঠনিক সম্পাদক(পুর্ব) - শামিম সিকদার
১২.সাংগঠনিক সম্পাদক(পশ্চিম) - ইয়াসিন আরাফাত
১৩.অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক - আসিফ মিয়া
১৪.উপ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক - এমদাদ হোসেন
১৫.সমাজ সেবা বিষয়ক সম্পাদক - সুমন মিয়া
১৬.উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক - মোঃ শ্যামল
১৭.প্রচার সম্পাদক - সাখাওয়াত হোসেন হৃদয়
১৮.দপ্তর সম্পাদক - কাজি আস্তিক বিন মনির
১৯.ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক - নাহিদ ভুইঞা
২০.উপ-ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক - দেঃ আব্দুল্লাহ
২১.ধর্ম বিষয়ক সম্পাদক - মোঃ আব্দুল্লাহ
২২.নারী ও শিশু বিষয়ক সম্পাদক - লতা আক্তার
২৩.উপ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক - আফ্রি খন্দকার
২৪.কার্য-নির্বাহী সদস্য -
১-শাহ মোহাম্মদ আসলাম হোসেন
২-ইঞ্জিঃশেখ মোঃমুমিনুজ্জামান
৩-তাসলিমা বেগম
৪-দেওয়ান রাজু
৫-মফিজুল ভুইঞা
৬-তানিয়া আক্তার জুলি
৭-মোঃইসরাফিল
৮-শান্ত ভুইঞা।
এখানে উল্লেখ যে,করোনাকালিন সময়ে অসহায় কৃষকের ধান কেটে সহায়তা ,দুঃস্থ্য মানুষকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জনসেবা ফাউন্ডেশন ভূমিকা রেখেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার