রাব্বি হাসান, নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখের গাঁও থেকে কান্দাগাঁও গ্রাম পর্যন্ত যানবাহন চলাচলের রাস্তায় আগাছা বেশি হওয়ায় মেঘনার অন্যতম স্বেচ্ছাসেবক সংগঠন মানবসেবা ট্রাষ্টের সদস্যরা মিলে তা পরিষ্কার করেন।
আজ (১/৯/২০২০) সকাল হতে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
আগাছা পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন-আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, মানবসেবা ট্রাষ্টের সহ-সভাপতি মোঃ তৌসিফ হাসান লিটন, সাধারণ সম্পাদক-মাঈন উদ্দীন ফাহিম, অর্থ সম্পাদক-মোঃ নুরুজ্জামান, প্রচার সম্পাদক- মোঃ হাসিবুল হাসান শান্ত, সহ-অর্থ সম্পাদক-মোঃ রিফাত, সহ-ক্রিয়া সম্পাদক-মোঃ আল আমিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ কিবরিয়া
সদস্য -মোঃ আকাশ, মোঃ নয়ন,মোঃ শাহেদ আর অনেকে।
এমন ভূয়সী কার্যক্রম সম্পর্কে -মানবসেবা ট্রাষ্টের, সহ-সভাপতি তৌসিফ হাসান লিটন বলেন- দীর্ঘ দিন ধরেই শেখের গাঁও থেকে কান্দারগাঁও যাওয়ার রাস্তা পর্যন্ত গাছ পালা, আগাছা জন্ম নেয়, এবং যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছিল। যাত্রীদের চোখে মুখে আগাছা এসে লেগে কেউ কেউ আঘাত ও পাচ্ছিলেন। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে যতোটুকু পেরেছি চেষ্টা করেছি পরিষ্কার করতে। আর আমরা সব সময় সমাজের কাজে আছি থাকবো ইনশাআল্লাহ।
মানবসেবা ট্রাষ্টের এমন কার্যক্রমে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্থরের মানুষের কাছে প্রশংসীত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার