রাজবাড়ী সংবাদদদাতা ঃ
রাজবাড়ীর পাংশা থানাধীন কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণ খোলা ঈদগামাট হইতে কসবামাজাইল ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামি সহ মোট ৩৭ সদস্যের একটি ডাকাত দল গ্রেপ্তার করেছে কসবামাজাইল তদন্ত কেন্দ্র ও পাংশা মডেল থানা পুলিশ।
উক্ত ডাকাত দলের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ, ৯টি চাপাতি, ৬টি হাসুয়া,৪টি ছোরা, ২টি রামদা, ১টি দা, ১টি ভোজালি, ২টি জিআই পাইপ ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
কসবামাজাইল তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব রহমান বলেন রাত্রিকালীন ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুবর্ণখোলা ঈদগা ময়দান মাঠ দক্ষিণ-পূর্বকোনে মেহগনি বাগানের পাশে ৪০/৫০ জন ডাকাত। ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এমত অবস্থায় তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সে সময় কসবামাজাইল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জজ আলী বিশ্বাস, তার ছেলে মতিন বিশ্বাস, ও বদিয়ার বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিন্টুসহ মোট ৩৭ জনকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ১ মোঃ জজ আলী বিশ্বাস (৬৫) ২ মোঃ মশিউর রহমান পিন্টু (৪০) ৩ মোঃ সোহরাব (৩৫) ৪ মোঃ শফিকুল ইসলাম (৩৮) ৫ মোঃ ফয়জুর রহমান লাল্টু (৫০) ৬ মোঃ রফিকুল ইসলাম (৩৬) ৭ মোঃ শহিদুল ইসলাম (২৬) ৮ মোঃ মাহাবুবুর রহমান (৪০) ৯ মোঃ তৈয়বুর রহমান(৫৫) ১০ মোঃ আইয়ুব মোল্লা (৩৫) ১১ মোঃ বাবন মোল্লা (২৫) ১২ মোঃ পান্না খান (৪০) ১৩ মোঃ উকিল খান (৩৫) ১৪ মোঃ আনারুল খান (২৬) ১৫ মোঃ সেলিম মোল্লা (২৫) ১৬ মোঃ সোহান মোল্লা (২০) ১৭ মোঃ সোহাগ হোসেন (২০) ১৮ মোঃ ফজলুল হক জোয়াদ্দার (৬৫) ১৯ মোঃ জিল্লু মোল্লা (৪০) ২০ মোঃ দিপু জোয়াদ্দার (৩৪) ২১ মোঃ আঃ রাজ্জাক জোয়াদ্দার (৪৯) ২২ মেঃ লাল চাঁদ জোয়াদ্দার (৫৫) ২৩ মোঃ মতিন বিশ্বাস (৩০) ২৪ মোঃ বদিয়ার বিশ্বাস (২৫) ২৫ মোঃ তুহিন বিশ্বাস (২৫) ২৬ মোঃ জাকির বিশ্বাস (৩৫) ২৭ মোঃ মিন্টু মন্ডল (৪০) ২৮ মোঃ ফরিদ মন্ডল (২৭) ২৯ মোঃ মাসুদ রানা বাচ্চু (৩৪) ৩০ মোঃ সাহেব আলী খান (৪২) ৩১ মোঃ আজিম মন্ডল (৩৩) ৩২ মোঃ মুক্তি খান (৪৫) ৩৩ মোঃ কামরুল খান (৩৮) ৩৪ মোঃ আকমল মন্ডল (৫৯) ৩৫ মোঃ মামুন বিশ্বাস (৩০) ৩৬ মোঃ জাহিদ খান (২২) ৩৭ মোঃ আহসান হাবিব (১৮)।
গ্রেপ্তারকৃতদের বেশির ভাগ আসামির বিরুদ্ধে কসবামাজাইল ইউনিয়ন সুবর্ণ খোলা গ্রামের সেখ আসাদুল খান হত্যা মামলা রয়েছে। নতুন করে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।