সোলায়মান হাসান (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা র নোয়াগাঁও ইউনিয়নের চড়পাড়া এলাকায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধ উভয় পক্ষের সংঘর্ষে আহত -৫ আহতদের সোনারগাঁও উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছোট ভাই আজিজ (৪০) ও তার ছেলে বাইজীদ(১৯) কে, গুরুতর আহত অবস্থা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবারে সকালে আনুমানিক ৮ ঘটিকায় ঘঠনা ঘটে। সংঘর্ষে আহত দুই পক্ষের গং নোয়াগাঁও ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের চড়পাড়া এলাকার মৃত জালাল ভুইয়ার ছেলে। বড় ভাই সিরাজ ভুইয়া(৪৫) ও ছোট ভাই আজিজ ভুইয়া(৪০) এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমির নিয়ে বিরোধ এর বিষয়ে সোনারগাঁও উপজেলা তালতলা তথ্য কেন্দ্রে ইতিপূর্বে একটি অভিযোগ করা হয়েছিল।
স্থানীয় ৫ নং ওয়ার্ডে মেম্বার সেলিম মিয়া জানায়, গ্রামের মুরুব্বিদের সবাইকে নিয়ে বসে, তালতলা তথ্য কেন্দ্রে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছিল।
কিন্তুু পরবর্তী সময়ে সমাধানের বিষয় গুলো উপেক্ষা করে দুই ভাইয়ের পরিবার সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় জনসাধারণ জানায় তাদের আপন আরেক ভাই জজ মিয়ার মৃত্যুর পর, তার কোন ওয়ারিশ না থাকায়। মৃত জজ মিয়ার সম্পত্তি নিয়ে, তার আপন দুই ভাই সিরাজ ভুইয়া (৪৫) ও আজিজ ভুইয়ার (৪০) বিরোধ সৃষ্টি হয়েছে।
বড় ভাই সিরিজ ও তার শেলক গং, বন্দর উপজেলার জসিম ও আলমগীর এর প্রভাব বিস্তারে কিছু দিন পর, পর সংঘর্ষে লিপ্ত হয়।
মৃত জজ মিয়ার সম্পত্তি তার স্ত্রী রাবিয়া, বিল্ডিং সহ জমি ৪ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করে যেতে বাদ্ধ হয়। সম্পত্তি গ্রহিতা হওয়ার কথা ছিল দুই জনের নামে। কিন্তুু বড় ভাই সিরাজ ভুইয়া (৪৫)একাই ১৫ শতাংশ জমি তার নামে লিখিয়ে নিয়ে মালিক হয় । ছোট ভাই আজিজ ভুইয়া(৪০) তার বোনদের থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে মালিক হয়।
ঘটনার পরবর্তী সময়ে শুক্রবারেই ছোট ভাই আহত আজিজ ভুইয়া (৪০) সোনারগাঁও থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়েল করেন।
বিবাদী সিরাজ ভুইয়ার স্ত্রী ঘটনার স্থলে সাংবাদিক দের কে অভিযোগ জানায়, তার গলায় থাকা ১ ভরি স্বণের চেইন ও তার ছেলে মেহেদী সাথে থাকা নগদ ৭০ হাজার ব্যবসায়ের টাকা ছিনিয়ে নিয়েছে বাদী পক্ষের আজিজ ও তার পরিবার।
বাদী পক্ষের আজিজ ভুইয়া(৪০) এর স্ত্রী অভিযোগের বিষয়টি মিথ্যা বলে জানায়।
সোনারগাঁও থানা ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সুষ্ঠ তদন্ত করে বেবস্থা গ্রহন করা হবে।